• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৫ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ফুটবল বিশ্বকাপে বাংলাদেশ নেই, এটা কষ্ট দেয়: প্রধানমন্ত্রী


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ২৩ নভেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০৬:২১ পিএম
ফুটবল বিশ্বকাপে বাংলাদেশ নেই, এটা কষ্ট দেয়
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিউজ ডেস্ক : বিশ্বকাপ ফুটবল চলছে, কিন্তু বাংলাদেশ নেই, এটা কষ্ট দেয় বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, যদিও বিশ্বকাপ হচ্ছে আমাদের কোনো অবস্থানই নাই, ফুটবলে...এটা আসলে কষ্টই দেয়। রোজ খেলা দেখি, যখনই সময় পাই... ঠিক এই কথাই ভাবি, কবে আমাদের ছেলেরা-মেয়েরা সুযোগ পাবে।

বুধবার (২৩ নভেম্বর) বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ‘বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ’র তৃতীয় আসরের সমাপনী ও পদক বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একথা বলেন।

শেখ হাসিনা বলেন, আমাদের মেয়েরা অনেক ভালো করছে। এতে কোনো সন্দেহ নাই। মেয়েরা সাফ গেমসে, এশিয়ান গেমসে ফুটবল-ক্রিকেটে পারদর্শিতা দেখাচ্ছে। আমি মনে করি আমাদের ছেলেরাও পারবে।

তিনি বলেন, খেলাধুলা যুব সমাজকে পথ দেখায়। মাদক, জঙ্গিবাদ, সস্ত্রাস চাই না। আমরা চাই উন্নয়ন। খেলাধুলার বিকাশে সরকারের পৃষ্ঠপোষকতা প্রয়োজন। সেভাবেই কাজ করছি আমরা। সারা দেশে মিনি স্টেডিয়াম করে দিচ্ছি।

প্রধানমন্ত্রী বলেন, আমরা আমাদের খেলোয়াড়দের বিকশিত হওয়ার জন্য প্রশিক্ষণ দিচ্ছি, সামনে আরও সুযোগ করে দেবো। 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image