ইকবাল ইবনে মালেক, চট্টগ্রাম প্রতিবেদক: বর্তমান সরকারের মাইলফলক উন্নয়ণে যুক্ত হচ্ছে চট্টগ্রাম–কক্সবাজার রেলপথে পর্যটক ট্রেন। এই পর্যটক ট্রেনের মধ্যে দিয়ে নব দিগন্তের সূচনা উম্মোচনের অপেক্ষার প্রহর গুণছে । সব ঠিকঠাক থাকলে আগামী সেপ্টেম্বরে চট্টগ্রাম–কক্সবাজার রেলপথের আনুষ্ঠানিক উদ্বোধনের পরপরই নতুন এই রুটে যুক্ত হবে বিশ্বের মানসম্মত আধুনিক উচ্চ গতির ট্রেন । চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত ১০৩ কিলোমিটার পথজুড়ে রেলপথ স্থাপন কাজ একেবারেই শেষ পর্যায়ে।
পাহাড়ের সৌন্দর্য আর প্রকৃতির অপরূপ বুক ছিঁড়ে পর্যটক ট্রেন পৌঁছবে কক্সবাজার।সময়ের দিনক্ষণ পেরিয়ে সকল ধরণের আধুনিক সুবিধা নিয়ে পর্যটক ট্রেন চলবে চট্টগ্রাম কক্সবাজার পথে ধরে।
এই বিষয়ে রেলওয়ের পরিবহন বিভাগ তথ্য মতে জানা যায়, ৪ থেকে ৫ জোড়া ট্রেন সংযোগে প্রথমে ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজার পর্যন্ত ট্রেন চালানো সম্ভব হবে। চট্টগ্রাম থেকে মাত্র সোয়া দু’ঘণ্টায় মধ্যে ট্রেন পৌঁছাবে কক্সবাজারে।
পর্যটক ট্রেন প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক প্রকৌশলী আবুল কালাম চৌধুরী গণমাধ্যমকে জানান, আমরা আশাবাদী খুব অল্প সময়ে আগস্টের মধ্যে অবশিষ্ট ২৫ কিলোমিটারের কাজ শেষ করতে পারবো। ইতমধ্যে ২৫ কিলোমিটারের মাটি ভরাটের কাজ শেষ হয়েছে। এখন শুধু স্লিপার আর রেল বিট বসবে। আগস্ট–সেপ্টেম্বর এই দুই মাসে ফিনিশিং ওয়ার্কসহ অবশিষ্ট কাজ শেষ করে আমরা ট্রায়ালরান উদ্বোধন করতে পারবো বলে মনে করছি প্রাথমিকভাবে আমরা এক জোড়া ট্রেন দিয়ে হলেও চালু করে দেবো।
দোহাজারী–কক্সবাজার রেলপথ প্রকল্পের সর্বশেষ অগ্রগতি পরিদর্শনে গিয়ে রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন জানান, আগামী সেপ্টেম্বরের মধ্যে চট্টগ্রাম– কক্সবাজার রুটে পর্যটক ট্রেন যাত্রা শুরু।
পর্যটক ট্রেনে যাত্রীপরিবহনে পাশাপাশি বাণিজ্য সুবিধা যুক্ত হবে দেশের অনান্য স্থানের সাথে। রেল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, বিশেষ করে মাছ, শুঁটকি, লবণ ও অন্যান্য পণ্য কক্সবাজার থেকে দেশের অন্যান্য স্থানে পরিবহনের জন্য থাকছে বিশেষ রেফ্রিজারেটেড ওয়াগন সার্ভিস। এছাড়া এই রেললাইনের মাধ্যমে দেশের ৪৫তম জেলা হিসেবে রেল নেটওয়ার্কে নতুন সংযোজন হচ্ছে সমুদ্র বিলাস কক্সবাজার। সব মিলিয়ে রেললাইন পর্যটক ট্রেন যাত্রা শুরু হলে পর্যটনশিল্পে নতুন দিগন্তের দ্বার উম্মোচিত হবে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: