
নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়ায় শিশু সোহানা দিন দিন শুকিয়ে যাচ্ছে সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হওয়ায় তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপির নজরে পড়ে। তাৎক্ষণাত তিনি সার্বিকভাবে সহযোগিতার আশ্বাস দেন।
বুধবার (৮জুন) সন্ধ্যায় প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপির পক্ষ থেকে সিংড়া মডেল প্রেসক্লাবের সভাপতি রাজু আহমেদ সোহানার বাড়িতে গিয়ে তাঁর মায়ের হাতে আর্থিক সহায়তা পৌঁছে দেন।
সহায়তা পেয়ে সোহানার বাবা-মা প্রতিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মেয়ের সুস্থতার জন্য সকলের দোয়া চান।
শিশু সোহানা সিংড়া উপজেলার শালমারা গ্রামের জাইদুল শেখ এর কন্যা। মা রেবেকা বেগম একজন গৃহিনী। জাইদুল শেখ এর চার মেয়েসহ ৬ সদস্যের পরিবার। তিনি পেশায় একজন দিনমজুর। প্রায় এক বছর থেকে হঠাৎ করে সে শুকিয়ে যেতে থাকে। দাঁড়িয়ে থাকতে পারে না।
সিংড়া মডেল প্রেসক্লাবের সভাপতি রাজু আহমেদ বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদ দেখে প্রতিমন্ত্রী মহোদয় আর্থিক সহায়তা পৌঁছে দেন। এই দরিদ্র পরিবারের পক্ষে শিশুর চিকিৎসা করা সম্ভব না। সমাজের বিত্তবানরা যদি এগিয়ে আসে তাহলে উন্নত চিকিৎসায় সুস্থ হয়ে উঠতে পারে সোহানা।
ঢাকানিউজ২৪.কম / মো. আবু জাফর সিদ্দিকী/কেএন
আপনার মতামত লিখুন: