• ঢাকা
  • শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ১৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

নামাজরত অবস্থায় মুসুল্লীর মৃত্যু


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩ খ্রিস্টাব্দ, ০২:৩১ পিএম
নামাজরত অবস্থায়
মুসুল্লীর মৃত্যু

শফিকুল ইসলাম মিন্টু, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুরে নামাজরত অবস্থায় এক মুসুল্লীর মৃত্যু হয়েছে। শনিবার উপজেলা পরিষদ কোর্ট মসজিদে এশার নামাজের জামায়াত চলা অবস্থায় এ ঘটনা ঘটে। ওই মুসুল্লীর নাম আব্দুল হেলিম খান পাঠান। তিনি কিল্লা বোকাইনগর ফাজিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক এবং বোকাইনগর ইউনিয়নের গড়পাড়া গ্রামের মৃত আজমত আলী খান পাঠানের পুত্র। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৪ বছর। 

মসজিদের মুসুল্লি চা দোকানদার মো. হারুন মিয়া জানান, রাত ৭টা ১৫মিনিটে এশার নামাজ শুরু হয়। নামাজের নিয়ত করে প্রথম রাকাত চলাকালে দাঁড়ানো অবস্থা থেকে তিনি ঢলে পড়ার সময় পাশের দুই মুসুল্লীর হাতে ধরে ফেলেন। এ সময় পাশে থাকা কয়েকজন মুসল্লীরা নামাজ ছেড়ে দিয়ে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. কৌশিক পাল বলেন, আব্দুল হেলিম খান পাঠানকে হাসপাতালে ৭টা ৪৫মিনিটের দিকে আনা হয়। তাকে হাসপাতালে নিয়ে আসার আগেই তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image