• ঢাকা
  • সোমবার, ২৫ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ; ০৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

জামালপুরে দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর হামলা


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: রবিবার, ০৪ আগষ্ট, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৪:২৩ পিএম
জামালপুরে দায়িত্ব পালনকালে
সাংবাদিকদের উপর হামলা

নিজস্ব প্রতিবেদক : জামালপুরে আওয়ামী লীগের মোটরসাইকেল মহড়ার ভিডিও নেওয়ার সময় শ্রমিক লীগ নেতা আলমগীর হোসেন টাইগারের বিরুদ্ধে সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার ও ক্যামেরা পার্সনকে লাঞ্চিত করাসহ ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ছাড়াও ইসলামপুরে সাংবাদিককে মারধর করে মোবাইল ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।  

রবিবার (০৪ আগস্ট) সকালে জেলা শহরের মির্জা আজম চত্বর এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত আলমগীর হোসেন টাইগার ১০ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ডাকা অসহযোগ কর্মসূচি পন্ড করতে সকাল থেকে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা শহর জুড়ে অস্ত্রের মহড়া দেন। এ সময় শহরের মির্জা আজম চত্বরে আওয়ামী লীগের নেতা-কর্মীরা সমাবেত হলে সেখানে সময় টেলিভিশনের ক্যামেরা পার্সন আবুল কালাম আজাদ ভিডিও ধারন করতে যায়। তখন তাঁর উপর তেড়ে আসেন ওই শ্রমিক লীগ নেতা। এ নিয়ে সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার জাহাঙ্গীর আলম কথা বলতে গেলে ওই শ্রমিক লীগ নেতা চড়াও হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ এবং লাঞ্ছিত করেন। এ সময় ওই শ্রমিক লীগ নেতা ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন এবং লাঠি দিয়ে মারার জন্য উদ্যত হয়।

গতকাল আওয়ামী লীগ-শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ছবি তুলতে গেলে ছাত্রলীগের এক নেতা জামালপুর অনলাইন জার্নালিস্ট নেওয়ার্কের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান মুক্তাকে লাঞ্চিত করেন।

অপরদিকে জেলার ইসলামপুর উপজেলায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে মিছিল করার সময় ছবি তুলতে গেলে সাংবাদিক আরমান সিদ্দিকি পল্লবকে মারধর করে তাঁর মোবইল ছিনিয়ে নেয়।

এ ঘটনায় তাৎক্ষনিক আজ দুপুরে প্রেসক্লাব জামালপুরে সাংবাদিকরা প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব জামালপুরের সভাপতি আজিজুর রহমান ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য দেন জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি জাহাঙ্গীর সেলিম, সাধারন সম্পাদক রাজন্য রুহানি, প্রেসক্লাব জামালপুরের যুগ্ম-সাধারন সম্পাদক সাইমুম সাব্বির শোভন, কোষাধক্ষ্য সাগর ফরাজি, দৈনিক সবুজ বাংলার সাংবাদিক সুমন মাহমুদ, মাহমুদুল হাসান মুক্তা প্রমুখ। 

এ বিষয়ে সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার ও প্রেসক্লাব জামালপুরের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, ‘আমরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে লাঞ্ছিত হয়েছি। বিষয়টি কোনভাবেই কাম্য নয়। এ ঘটনার সাথে জড়িত সেই নেতার সাংগঠনিক শাস্তির দাবি জানাচ্ছি।

এ ঘটনায় প্রেসক্লাব জামালপুরের সভাপতি আজিজুর রহমান ডল বলেন, ‘সময় টেলিভিশনের রিপোর্টার, ক্যামেরা পার্সনসহ আমাদের কয়েকজন সাংবাদিককে লাঞ্ছিত করেছেন। ছবি তুলতে গেলে ইসলামপুরে সাংবাদিক আরমান সিদ্দিক পল্লবকে মারধর করে মোবাইল ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ সকল ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানাচ্ছি। 

জেলা আওয়ামী লীগের সভাপতি এড. মুহাম্মদ বাকী বিল্লাহ বলেন, ‘এ বিষয়টি আমি জানি না। কোন অভিযোগ পেলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করবো।

এ বিষয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মির্জা আজম মুঠোফোনে বলেন, ‘আমি স্থানীয় নেতাদের সাথে কথা বলে এ ঘটনা কঠোর ব্যবস্থা গ্রহন করার আশ্বাস দেন তিনি।’

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image