• ঢাকা
  • শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ; ২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

আলোকিত নারী সম্মাননা পেয়েছেন চাটমোহরের নারী ভাইস চেয়ারম্যান


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ১৩ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৪:৫৮ পিএম
চাটমোহরের আলোকিত
নারী ভাইস চেয়ারম্যান পেয়েছেন সম্মাননা

হেলালুর রহমান জুয়েল, চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহর উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান প্রভাষক ফিরোজা পারভীন রাজনীতি ও সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় আলোকিত নারী সম্মাননা-২০২২ পেয়েছেন। ইন্ডিয়া বাংলাদেশ কালচারাল কাউন্সিল ও শেরে-বাংলা এ.কে ফজলুল হক গবেষণা পরিষদ যৌথভাবে তাঁকে এ সম্মাননা দেন। 

শুক্রবার (১০ মার্চ) সন্ধ্যায় ঢাকার কাকরাইল এলাকায় অবস্থিত ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এর মুক্তিযোদ্ধা স্মৃতি মিলনায়তনে “নারীর ক্ষমতায়নে বিশ্বের রোল মডেল বাংলাদেশ” শির্ষক আলোচনা সভা মঞ্চে তাকে সনদ,উত্তরীয় ও ক্রেস্ট প্রদান করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী শেরে বাংলা এ কে ফজলুল হকের নাতি মার্গুব মোর্শেদের সভাপতিত্বে এ অনুষ্ঠান উদ্বোধন করেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল হারুনুর রশীদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি মজিুবুর রহমান।

এ অনুষ্ঠানে জাতীয় সংসদ সদস্য মমতাজ বেগম, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. হামিদা খানম,বীর মুক্তিযোদ্ধা ও মানবাধিকার কর্মী আরমা দত্ত,নড়াইলের পুলিশ সুপার সাদিরা খাতুন, চয়নিকা চৌধুরী, সুপ্রা দেবনাথ,কবি পারভীন রেজা, চিত্রনায়িকা পরিমনি, চিত্রনায়িকা অঞ্জনা সুলতানা, টিসা প্রমুখ বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা পান।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image