
নিউজ ডেস্ক: আগামীকাল ২৫শে মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই দিনটি স্মরণে কাল রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত সারা দেশে প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করা হবে।
বৃহস্পতিবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের বরাত দিয়ে সরকারি তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।। এই ব্ল্যাক আউটের সময় যানবাহন ও কেপিআইগুলো এর আওতার বাইরে থাকবে। এই কর্মসূচি পালনকালে সারাদেশে প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হবে।
পাকিস্তানি হানাদার বাহিনী একাত্তরের ২৫শে মার্চ রাতে তৎকালীন পূর্ব পাকিস্তানে গণহত্যা চালায়। গণহত্যা দিবসে আলো নিভিয়ে প্রতীকী ব্ল্যাক আউট কর্মসূচি পালন করেছিল সরকার।
তথ্য বিবরণীতে জানানো হয়, গণহত্যা দিবসের দিন রাতে কোন প্রকার আলোকসজ্জা করা যাবে না। তবে ২৬শে মার্চ সন্ধ্যা থেকে আলোকসজ্জা করা যাবে। এ সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সর্বসাধারণকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
ঢাকানিউজ২৪.কম /
আপনার মতামত লিখুন: