• ঢাকা
  • শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ; ২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

সোনাদিয়া দ্বীপে রাত্রিযাপন নিষিদ্ধ


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ০২ জানুয়ারী, ২০২৩ খ্রিস্টাব্দ, ০২:০২ পিএম
রাত্রিযাপন নিষিদ্ধ
সোনাদিয়া দ্বীপ

জাফর আলম, কক্সবাজার : কক্সবাজারের মহেশখালী উপজেলার সোনাদিয়া দ্বীপে বহিরাগতদের রাত্রিযাপন নিষিদ্ধ করা হয়েছে। রবিবার (১ জানুয়ারি) সকাল ১১ টার দিকে  বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রনব চৌধুরী।তিনি জানান, বিশেষ প্রয়োজনে বহিরাগত কারো রাত্রিযাপন করতে হলে অনুমতি নিতে হবে। 

তবে দিনের বেলা সোনাদিয়া দ্বীপ ভ্রমণে কোন বাঁধা নেই। কিন্তু তাদের বিকেল ৪টার মধ্যে সোনাদিয়া দ্বীপ থেকে ফিরে আসতে হবে।

তিনি আরো জানান, বাণিজ্যিকভাবে যারা বিভিন্ন অফার দিয়ে সোনাদিয়ায় পর্যটকদের অনিরাপদ রাত্রিযাপনের ব্যবস্থা করে দিচ্ছেন, তাদেরকে তা বন্ধের নির্দেশ দেন তিন। অন্যতায় অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন।

প্রশাসনের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। কারণ বহিরাগত পর্যটকরা সেখানে গিয়ে মাদক সেবন ও অনৈতিক কাজে লিপ্ত হন। এমনকি ইয়াবা কেনাবেচার অভিযোগও উঠে। 

এছাড়াও এক সময় সোনাদিয়া দ্বীপে ফুসলিয়ে মানুষ নিয়ে গিয়ে মালয়েশিয়া পাচার করা হতো।এদিকে সোনাদিয়া দ্বীপে সংঘটিত বিভিন্ন অপরাধ নিয়ে একাধিক সংবাদ প্রকাশের পর প্রশাসন পক্ষ থেকে এমন সিদ্ধান্ত এসেছে বলে জানিয়েছে একটি সূত্র।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image