• ঢাকা
  • বুধবার, ১৫ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ; ২৯ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ইবি’র ফাইন আর্টস বিভাগের নতুন সভাপতি ড. আক্তারুল


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০২ ফেরুয়ারী, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১:৪৯ এএম
ইবি’র ফাইন আর্টস বিভাগের
নতুন সভাপতি ড. আক্তারুল

আবির হোসেন, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফাইন আর্টস বিভাগের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ইংরেজি বিভাগের প্রফেসর ড. এ এইচ এম আক্তারুল ইসলাম। বুধবার (১ ফেব্রুয়ারী) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি সূত্রে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফাইন আর্টস বিভাগের সভাপতি হিসেবে ইংরেজি বিভাগের প্রফেসর ড. এ এইচ এম আক্তারুল ইসলামকে এ পদে নিয়োগ দেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম। এ পদে দায়িত্ব পালনের জন্য তিনি বিধি মোতাবেক সকল সুযোগ-সুবিধা পাবেন।

নবনিযুক্ত সভাপতি প্রফেসর ড. আক্তারুল ইসলাম বলেন, আমি চেষ্টা করবো ফাইন আর্টস বিভাগকে আরও উন্নত এবং মানসম্মত শিক্ষার পরিবেশ তৈরি করতে। এজন্য বিভাগের শিক্ষক, শিক্ষার্থীসহ সকলের সহযোগিতা একান্ত কাম্য।

নতুন সভাপতি প্রফেসর ড. এ এইচ এম আক্তারুল ইসলাম কর্মজীবনে ফরিদপুরের স্বনামধন্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ‘টাইমস ইউনিভার্সিটি বাংলাদেশ’র ভিসি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এছাড়া তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের সাবেক সভাপতি, শেখ হাসিনা হলের প্রভোস্ট, বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর, বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের সাবেক প্রভোস্ট, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সাবেক যুগ্ম-মহাসচিব, ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সহ-সভাপতি এবং ঝিনাইদহ জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

তিনি শিক্ষা জীবনে ইংরেজী সাহিত্যে অনার্স, মাস্টার্স ও পিএইচডি ডিগ্রী অর্জন করেছেন।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image