• ঢাকা
  • সোমবার, ২১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ; ০৭ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ঈদে মিলাদুন্নবী (সা.) কে স্বাগত জানিয়ে লক্ষ্মীপুর জেলায় জশনে জুলুস


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০:০১ পিএম
ঈদে মিলাদুন্নবী (সা.) কে স্বাগত জানিয়ে
লক্ষ্মীপুর জেলায় জশনে জুলুস

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : নাতে রাসুল, দরুদ সালাম এবং নারায়ে রিসালাত স্লোগানে মুখর লক্ষ্মীপুর জেলা। মুক্তির দিশারী হজরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণেই বিশাল এ আয়োজন।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে লক্ষ্মীপুর জেলায় অনুষ্ঠিত হচ্ছে ঐতিহ্যবাহী জশনে জুলুস।

আজ সোমবার দুপুরে লক্ষ্মীপুর পৌর শহরের লিল্লাহ জামে মসজিদ প্রাঙ্গন থেকে জশনে জুলুস শুরু হয়।

১৯৭৪ সালে বাংলাদেশে সর্বপ্রথম এ জশনে জুলুসের আয়োজন করা হয়। এবার ছিল তার ৫১তম আয়োজন।

আহলে সুন্নাত ওয়াল জামা'আত ও গাউছিয়া কমিটির ব্যবস্থাপনায় আয়োজনে হয়।

জশনে জুলুস ব্যস্তবায়ন কমিটির আহ্বায়ক অধ্যক্ষ আতাউল করিম মুজাহিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু।

উপস্থিত ছিলেন, জশনে জুলুস বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ রুহুল আমিন, অধ্যক্ষ মুফতি হেলাল উদ্দিন, সদস্য সচিব মাওলানা শরীফুল ইসলাম, মাওলানা মহিউদ্দিন (মিষ্টার), মাওলানা মোর্শেদ আলম, অর্থ সচিব বাহার উদ্দিন খলিল, আবুল বাসার, প্রচার সচিব মাওলানা মহিউদ্দিন রিয়াজ, মুতাসিম বিল্লাহ রুপু, কাউছার হোসেন, ডা. মোর্শেদ আলম, কার্যকরি সদস্য মুহাম্মদ খোয়াজ, মাওলানা মুরাদ হোসেন, ফরিদ আলম, একরাম সাইফী প্রমুখ।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image