• ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৫ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

শ্রীলঙ্কায় জরুরি অবস্থা উপেক্ষা করে বিক্ষোভ


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ০৭ মে, ২০২২ খ্রিস্টাব্দ, ০৫:৫৯ পিএম
শ্রীলঙ্কায় সরকার বিরোধী বিক্ষোভ
শ্রীলঙ্কায় বিক্ষোভ

ডেস্ক রিপোর্টার: শ্রীলঙ্কায় সরকার বিরোধী বিক্ষোভ দমনে প্রেসিডেন্টের জারি করা জরুরি অবস্থা অমান্য করেই বিক্ষোভকারীরা রাস্তায় নেমেছেন । শনিবার দেশটির প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের বাসভবনের বাইরে শুরু হওয়া এই বিক্ষোভ দমনে জলকামান ও টিয়ার গ্যাস ছোঁড়ে পুলিশ।

শুক্রবার এক বার্তায় জননিরাপত্তা নিশ্চিতের কথা জানিয়ে মধ্যরাত থেকে জরুরি অবস্থা ঘোষণা করেন প্রেসিডেন্ট। খাদ্য, ওষুধ, জ্বালানিসহ তীব্র অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত শ্রীলঙ্কায় কয়েক সপ্তাহ ধরে আন্দোলন ও ধর্মঘট চলছে। পরিস্থিতির জন্য প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকশে ও মাহিন্দা রাজাপাকশেকে দায়ী করে তাদের পদত্যাগ দাবি করা হলেও ক্ষমতা না ছাড়ার ঘোষণা দিয়েছেন তারা।

নতুন করে জারি হওয়া এই জরুরি অবস্থা নিয়ে সরকারের পক্ষ থেকে বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি। তবে আগের বার বলবৎ থাকা জরুরি অবস্থায় বিক্ষোভ দমনে কঠোর ব্যবস্থা নেয়াসহ সামরিক বাহিনীকে কোন চার্জ ছাড়াই বেসামরিক নাগরিকদের আটকের ক্ষমতা দেয়া হয়।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image