নিজস্ব প্রতিবেদক : ৬২ তম শিক্ষা দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জামালপুর জেলা সংসদের বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে শহরের বকুলতলা থেকে মিছিল বের করে তমালতলা এসে পথসভা করে সংগঠনটি।
জামালপুর জেলা ছাত্র ইউনিয়নের আহ্বায়ক রাকিবুল ইসলামের সভাপতিত্বে এবং যুগ্ম-আহ্বায়ক ইমন আকন্দের সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন, ছাত্র ইউনিয়ন সরকারি আশেক মাহমুদ কলেজের সাবেক সভাপতি মাফিজুর রহমান, সিপিবি জেলা কমিটির সাধারণ সম্পাদক মারুফ আহাম্মেদ খান মানিক, সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড মোজাহারুল হক প্রমূখ।
পথসভায় বক্তারা বলেন, ৬২'র শিক্ষা আন্দোলন বাংলাদেশ গড়ায় বিশেষ ভূমিকা রেখেছিল। কিন্তু আমরা আজ এই আন্দোলনের ৬২ তম দিবস পালন করছি। আজও আমরা সেই কাঙ্ক্ষিত শিক্ষা ব্যবস্থা এখনও পাইনি। স্বাধীনতার ৫৩ বছর পরের শিক্ষাকে বানিজ্যিকি করণঃ করা হচ্ছে। আমরা একটি অসাম্প্রদায়ীক, বিজ্ঞান ভিত্তিক একমূখী শিক্ষা ব্যবস্থা এখনো বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়নি। বিগত সরকারগুলি আমাদের শিক্ষা ব্যবস্থাকে একদম ধ্বংস করে দিয়েছিল। আমরা বর্তমান অন্তবর্তীকালীন সরকারের কাছে এরকম একটি শিক্ষা ব্যবস্থা কামনা করি যা হবে বিজ্ঞান ভিত্তিক একমূখী শিক্ষা।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: