
নিউজ ডেস্ক : শীত মৌসুম কেটে গেলেও তার প্রভাব কিছুটা রয়েগেছে। একই সময়ে ফাল্গুনের হাওয়াও বইছে। তাই দিন দিন কড়া হচ্ছে সূর্যের চোখ রাঙানি।
রবিার বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯২ শতাংশ। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস। সারা দেশের আবহাওয়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক থাকতে পারে। রাত এবং দিনের তাপমাত্রা বাড়তে পারে। পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর। তবে পরবর্তী ৭২ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৫৬ মিনিটে, আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ২৯ মিনিটে।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এদিকে কুয়াশার বিষয়ে বলা হয়েছে, ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।
ঢাকানিউজ২৪.কম / এম আর
আপনার মতামত লিখুন: