
ডেস্ক রিপোর্টার: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি প্রদানের দাবিতে বিক্ষোভ সমাবেশ করছে বিএনপি।
সোমবার (২২ নভেম্বর) সকাল ১০টার সময় পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জাতীয় প্রেসক্লাবের সামনে এই সমাবেশ শুরু করেন। এ সমাবেশে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত সভাপতিত্ব করছেন দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম।
মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু, উত্তরের সদস্য সচিব আমিনুল হকসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারাও উপস্থিত আছেন এ কর্মসূচিতে।
উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার অনুমতি প্রদানের দাবিতে এর আগে দলটির পক্ষ থেকে দেশজুড়ে গণঅনশন কর্মসূচি পালন করা হয়।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: