
ইসলামপুর প্রতিনিধি, জামালপুর: জামালপুর ইসলামপুর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এড.জামাল আব্দুন নাছের বাবুল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমানের সভাপতিত্বে সহকারী কমিশনার (ভূমি) রোকনুজ্জামান খান,সবাকেক কমান্ডার মানিকুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এএএম আবু তাহের, উপজেলা প্রকৌশলী আমিনুল হক, প্রাণী সম্পদ কর্মকর্তা ছানোয়ার হোসেন, অফিসার ইনচার্জ মাজেদুর রহমান,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফা আক্তার, অধ্যক্ষ জামান আবু নাছের চৌধুরী চার্লেস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু, চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী শাহিন,প্রমূখ বক্তব্য রাখেন।
এতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,সাংবাদিক,সুধী,সিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।
ঢাকানিউজ২৪.কম / লিয়াকত হোসাইন লায়ন/কেএন
আপনার মতামত লিখুন: