• ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৫ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

যুক্তরাষ্ট্রে ওয়ালমার্টে ভয়াবহ বন্দুক হামলায় বহু হতাহতের শঙ্কা


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ২৩ নভেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০১:১২ পিএম
যুক্তরাষ্ট্রে ওয়ালমার্টে
ভয়াবহ বন্দুক হামলা

আন্তর্জাতিক ডেস্ক :  যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার চ্যাসাপেকের ওয়ালমার্ট স্টোরে বন্দুক হামলা চালানো হয়েছে। এতে অনেক মানুষ হতাহতের আশঙ্কা করা হচ্ছে। নিহতদের মধ্যে হামলাকারীও রয়েছে। এ তথ্য জানায় যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন।

চ্যাসাপেক শহর কর্তৃপক্ষ এক টুইটে জানায়, স্যাম সার্কেরের ওয়ালমার্ট স্টোরে একটি গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। হামলাকারীও নিহত হয়েছেন। 

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, বন্দুক হামলার ঘটনায় নিহতের সংখ্যা এখনো স্পষ্ট নয়। তবে ১০ জনের বেশি লোক নিহত হননি। এদিকে, হামলাকারী ওয়ালমার্টের কোনো কর্মী কিনা তা এখনো স্পষ্ট হতে পারেনি পুলিশ। 

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমগুলো বলছে, স্থানীয় সময় সকাল ১০টা ১২ মিনিটে পুলিশ ঘটনাটির সাড়া দেয় এবং ওয়ালমার্টে ঢোকার পর অনেক মানুষের মরদেহ শনাক্ত করা হয়। একইসঙ্গে আহতদের উদ্ধার করা হয়।

চ্যাসাপেক পুলিশের কর্মকর্তা লিও কসিনস্কি সিএনএন-কে বলেন, নিহতদের মধ্যে হামলাকারী রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে, ওয়ালমার্ট ঘটনার তদন্তের সময় দূরে থাকার অনুরোধ করেছে শহর কর্তৃপক্ষ।  

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image