• ঢাকা
  • শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ; ২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

হিলি বন্দরে পেঁয়াজের আমদানি বেড়েছে, কমেছে দাম


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ০৩ সেপ্টেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০৩:২১ পিএম
পেঁয়াজের আমদানি বেড়েছে, কমেছে দাম
হিলি বন্দর

মোঃ লুৎফর রহমান, হিলি (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের হিলি স্থলবন্দরে পেঁয়াজের দাম কমেছে কেজিতে কমেছে কেজি প্রতি ৪ থেকে ৬ টাকা। দেশি  পেঁয়াজের দাম বেশি হওয়ায় ভারত থেকে পেয়াজ আদানিতে বেড়েছে বলে জানিয়েছে পাইকারি ও খুচরা বিক্রেতারা। 

হিলি স্থলবন্দরের আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স শোভন এন্টার প্রাইজের প্রতিনিধি সাকাওয়াত হোসেন ও সিঅ্যান্ডএফ এজেন্ট নিরব ট্রের্ডাসের প্রতিনিধি জাকির হোসেন জানান, এই বন্দর দিয়ে নাসিক, ইন্দোরসহ ভারতীয় বিভিন্ন জাতের পেঁয়াজ আমদানি হয়ে থাকে। আমরা প্রতিদিন হিলি বন্দর দিয়ে ১০ থেকে ১৫ ট্রাক পেঁয়াজ আমদানি করে থাকি। 

হিলি স্থলবন্দরের পাইকারী পেঁয়াজ ব্যবসায়ী কামাল হোসেন  জানান , গতকাল শনিবার ( ৩ সেপ্টেম্বর) ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজ পাইকারি বিক্রি হচ্ছে প্রকারভেদে ১৫ থেকে ১৮ টাকা কেজি দরে। গত ৩ দিন আগে এই পেঁয়াজ বিক্রি হয়েছিল ১৯ থেকে ২৪ টাকা কেজি দরে। ৩ দিনের ব্যবধানে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৪ থেকে ৬ টাকা । 

হিলি বাজারের খুচরা পেঁয়াজ ব্যবসায়ী ফেরদৌস রহমান বলেন, আমরা আমদানিকারকদের নিকট পাইকারী ১৫ থেকে ১৮ টাকা কেজি দরে কিনে খুচরা প্রকারভেদে ১৭ থেকে ২০ টাকা কেজি দরে বিক্রি করছি। 

হিলি আমদানি-রপ্তানি কারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন জানান,  হিলি বন্দর দিয়ে আগের চেয়ে পেঁয়াজ আমদানি বেড়েছে। আমদানিকারকরা প্রতিদিনই হিলি বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি করছেন। বেশি আমদানি হলে পেঁয়াজের দাম আরও কমবে বলে আশা করছি।

পানামা হিলি পোর্ট এর জনসংযোগ কর্মকর্তা সোহরাফ হোসেন জানান.  কয়েকদিন আগেও হিলি স্থলবন্দর দিয়ে প্রতিদিন ১০ থেকে ১৫ ট্রাক ভারতীয় পেঁয়াজ আমদানি হতো।  গত বৃহস্পতিবার ৩৪ ট্রাকে প্রায় ৬৮০ মেঃ টন পেঁয়াজ আমদানি হয়েছে। পানামা পোর্ট কর্তৃপক্ষ আমদানিকারক-রপ্তানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্টসহ বন্দর সংশ্লিষ্টদের সার্বিক সহযোগিতা করে যাচ্ছে। 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image