
গৌতম চন্দ্র বর্মন, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে জেলা পুলিশের আয়োজনে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনের লক্ষ্যে পুলিশ লাইন্স চত্বরে বৃক্ষ রোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
গতকাল রবিবার ১৫ আগস্ট বিকেলে দিবসটি উপলক্ষে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার মোহাম্মাদ জাহাঙ্গীর হোসেন।
উল্লেখ্য গতকাল সকালে জেলা পরিষদের ডাক বাংলোয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।
জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে পুলিশ লাইন্স চত্বরে বৃক্ষ রোপন কর্মসূচীতে অংশ গ্রহণ করেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোছাঃ রাজিয়া সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ মোসফেকুর রহমান, শিক্ষানবিশ সহকারি পুলিশ সুপারসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
ঢাকানিউজ২৪.কম / গৌতম চন্দ্র বর্মন
আপনার মতামত লিখুন: