
আন্তর্জাতিক ডেস্ক : কর্তৃপক্ষ জানিয়েছে, নিয়ন্ত্রণ হারিয়ে চাঁদের বুকেই আছড়ে পড়েছে চন্দ্রযান ‘ লুনা- ২৫ ’ । এতে কোনও মানুষ ছিল না । অবতরণের আগেই রাশিয়ার মহাকাশযানটিতে বড় ধরনের সমস্যা দেখা দেয় । মনুষ্যবিহীন লুনা- ২৫ যানটির চাঁদের দক্ষিণ মেরুর নরম স্থানে অবতরণের প্রস্তুতি ছিল ।
রবিবার( ২০ আগস্ট) সকালে রাশিয়ার রাষ্ট্রীয় মহাকাশ করপোরেশন রসকসমস জানিয়েছে, শনিবার( ১৯ আগস্ট) বিকাল ৩টার দিকে লুনা-২৫-এর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় । একটি অপ্রত্যাশিত কক্ষপথে চলে যায় চন্দ্রযানটি । যার ফলে চন্দ্রপৃষ্ঠের সঙ্গে সংঘর্ষে ধ্বংস হয়ে যায় ।
শনিবার রসকসমস আরও জানিয়েছিল, প্রাক- অবতরণ কক্ষপথে প্রবেশের সময় লুনা- ২৫ জরুরি পরিস্থিতির সম্মুখীন হয় । কী ধরনের জরুরি অবস্থা সৃষ্টি হয়েছিল সে বিষয়ে বিস্তারিত তথ্য দেয়নি রসকসমস । রাশিয়ার প্রায় ৫০ বছরের মধ্যে প্রথম চন্দ্রাভিযান ছিল এটি । দক্ষিণ মেরুতে আগে কোনও দেশের চন্দ্রযান যেতে পারেনি । যুক্তরাষ্ট্র ও চীনের চন্দ্রযানের চাঁদের নরম অংশে অবতরণের রেকর্ড রয়েছে ।
রাশিয়ার মহাকাশযানটি আগামী সোমবার চাঁদের বুকে অবতরণের কথা ছিল । কিন্তু এর আগেই দুর্ঘটনার খবর এলো । অবশ্য গত জুনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে রসকসমস প্রধান ইউরিবরিসভ জানিয়েছিলেন, অনেকটা ঝুঁকিপূর্ণ ।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: