
নিউজ ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সড়কে আগামী ৩১ মার্চের পর ১৭ রাত যান চলাচল সীমিত থাকবে।
মঙ্গলবার এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সড়ক ও জনপথ অধিদফতর। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল সেতু নির্মাণের প্রয়োজনে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল সেতু নির্মাণের প্রয়োজনে বিমানবন্দর মহাসড়কে ৩১ মার্চ থেকে ২৪ জুন পর্যন্ত প্রতি শুক্রবার রাত ১১টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত গাড়ি চলাচল সীমিত থাকবে। যাত্রীদের সময় নিয়ে যাত্রার অনুরোধ রইল।
সে হিসেবে ৩১ মার্চ থেকে ২৪ জুন পর্যন্ত সময়ের মধ্যে ১৭টি শুক্রবার রয়েছে। এই ১৭ রাতে ৭ ঘণ্টা করে ওই পথে যান চলাচল সীমিত থাকবে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: