আমান উল্লাহ খান ফারাবী, চাঁদপুর প্রতিনিধিঃ বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন ফরিদগঞ্জ উপজেলা শাখার আয়োজনে ২০২২ সালে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করা বর্ণমালা কিন্ডারগার্টেনের বৃত্তি প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের মাঝে সনদ ও সম্মাননা উপহার তুলে দেওয়া হয়।
বুধবার (৩১ মে) প্রতিষ্ঠানের হল রুমে, প্রতিষ্ঠানের সভাপতি নুরুন্নবী নোমানের সভাপতিত্বে প্রতিষ্ঠাতা পরিচালক মামুন হোসাইনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. জাহিদুল ইসলাম রোমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তছলিম, প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, সাবেক সভাপতি মামুনুর রশিদ পাঠান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী সহ বিদ্যায়ের ছাত্রছাত্রী, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীবৃন্দ।
এসময় অতিথিরা তাদের বক্তব্যে বলেন, শিক্ষায় জাতির মেরুদণ্ড, বর্তমানের ছাত্র-ছাত্রীরাই আগামিতে দেশ চালাবে, দেশের নের্তৃত্ব দিবে, দেশকে এগিয়ে নিয়ে যাবে। আমরা আশা করি, তোমরা সু-শিক্ষায় শিক্ষিত হয়ে সুষ্ঠ পরিবেশ ও সমাজ গড়ে তুলবে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: