• ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৫ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ঠাকুরগাঁওয়ে সীমান্ত এলাকার প্রান্তিক মানুষের পাশে ৫০ বিজিবি


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ১৬ আগষ্ট, ২০২২ খ্রিস্টাব্দ, ০৬:৪৫ পিএম
সীমান্ত এলাকার
প্রান্তিক মানুষের পাশে বিজিবি

ঠাকুরগাঁও প্রতিনিধি: জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সীমান্তবর্তী এলাকায় গরীব ও দুস্থ মানুষের মাঝে খাদ্য বিতরণ, মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ করেছে ঠাকুরগাঁও ৫০ বিজিবি। 

ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়ন  এবং বর্ডার গার্ড হাসপাতাল এর আয়োজনে সোমবার দিনব্যাপী জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝাড়ি সীমান্তবর্তী এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল মোঃ সোহরাব হোসেন (পিএসসি), ঠাকুরগাঁও ব্যাটালিয়ন ৫০ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাহিদ পারভেজ (পিএসসি)। প্রসঙ্গত এ সময়  ঠাকুরগাঁও বর্ডার গার্ড  হাসপাতালের  অধিনায়ক ও শিশু বিশেষজ্ঞ লে: কর্নেল  বিপ্লব কুমার রাহা ,এফসিপিএস (এএমসি) ও মেডিসিন বিশেষজ্ঞ মেজর আবু সাইদুজ্জামান রোগীদের চিকিৎসা প্রদান করেন।  

এ সময়  সেক্টর কমান্ডার বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আমরা সীমান্তবর্তী এলাকায় স্থানীয়  দুস্থ মানুষের  মাঝে খাদ্যদ্রব্য বিতরণ এবং ৪শ জন গরীব দুস্থ জনসাধারণের মাঝে চিকিৎসা সেবা প্রদান করেছি। এছাড়াও সকল সংকটময় মূহুর্তে বিজিবি এভাবেই সীমান্তর্তী জনসাধারণের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে।   

অনুষ্ঠানে কোম্পানী/বিওপি কমান্ডারগণ সহ স্থানীয় চেয়ারম্যান, মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ঢাকানিউজ২৪.কম / গৌতম চন্দ্র বর্মন/কেএন

আরো পড়ুন

banner image
banner image