নিউজ ডেস্ক : অ্যাডভোকেট এহসানুল হক সমাজী ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) পদে যোগদানে অপারগতা প্রকাশ করছেন।
বৃহস্পতিবার আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগে পাঠানো এক চিঠিতে পিপি পদে যোগ না দেওয়ার কথা বলেন তিনি।
চিঠিতে এহসানুল হক সমাজী বলেন, অতি সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমসহ অন্যান্য সূত্রে জ্ঞাত হই, আপনার কার্যালয় হইতে ইস্যুকৃত পত্রযোগে আমি নিম্ন স্বাক্ষরকারীকে বিষয়ভুক্ত (মহানগর পাবলিক প্রসিকিউটর) পদে নিয়োগ দান করা হয়েছে, এজন্য আমি উপদেষ্টা মহোদয়সহ সংশ্লিষ্ট সবার কাছে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি।
চিঠিতে এহসানুল হক সমাজী বলেন, ঢাকা আইনজীবী সমিতির নিয়মিত সদস্য হিসেবে সুদীর্ঘ প্রায় ৩৮ বৎসর ধরে সবার জ্ঞাতসারে আমি পেশাগত মর্যাদাকে প্রাধান্য দিয়ে সততা ও নিষ্ঠার সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করছি। পেশাগত মর্যাদাকে বজায় রাখার স্বার্থে এবং আমার ব্যক্তিগত বা পারিবারিক কারণে বিষয়ভুক্ত (মহানগর পাবলিক প্রসিকিউটর) পদে যোগদান করতে অপারগতা প্রকাশ করছি বিধায় আন্তরিকভাবে দুঃখিত। রাষ্ট্র সংস্কার কার্যে আমার সমর্থন রয়েছে এবং প্রশাসনের চাহিতমতে ও ভবিষ্যতে আইনি সেবাদানে সর্বাত্মক সহযোগিতা করব।
গতকাল বুধবার এ খবর প্রকাশিত হওয়ার পর দুপুরে বিএনপিপন্থি আইনজীবীরা সাধারণ আইনজীবীর ব্যানারে ঢাকা আইনজীবী সমিতির সামনে তার নিয়োগ বাতিল চেয়ে বিক্ষোভ সমাবেশ করেন। অবিলম্বে এহসানুল হক সমাজীর নিয়োগ বাতিলের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানান।
এর আগে ২৭ আগস্ট নতুন মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর হিসেবে এহসানুল হক সমাজীর নিয়োগের বিষয়টি জানানো হয়।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: