• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৫ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

জামালপুরে ২৮০ পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহারের ঘর


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ২৭ এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ, ১০:৪২ এএম
২৮০ পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহারের ঘর
প্রধানমন্ত্রীর উপহারের ঘর

জামালপুর প্রতিনিধিঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের জমিসহ ঘর পেলেন জামালপুরের ভূমি ও গৃহহীন ২৮০টি পরিবার। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কন্ফারেন্সের মাধ্যমে ২৬ এপ্রিল(মঙ্গলবার) এসব ঘরের দলিল হস্তান্তর করেন।

এ উপলক্ষে জামালপুর সদর উপজেলা পরিষদে জমির দলিল ও  গৃহ হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন। এ সময় উপজেলা চেয়ারম্যান আবুল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা,সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জামালপুরের জেলা প্রশাসক মুর্শেদা জামান গত রোববার সংবাদ সম্মেলনে জানিয়েছেন, জেলার ৭ উপজেলায় ২৮০টি ঘরের মধ্য ২০০টি ঘরের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। তৃতীয় পর্যায়ে নির্মাণ করা এসব ঘরের মান ঠিক রাখতে জেলা প্রশাসকসহ প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা নিয়মিত তদারকি করছেন।

জেলা প্রশাসক জানান, প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছেন সদর উপজেলার ১০৯টি, সরিষাবাড়ীর ৩টি, মাদারগঞ্জে ৩০টি, মেলান্দহে ২৫টি, ইসলামপুরে ৩০টি, দেওয়ানগঞ্জে ২৮টি ও বকশীগঞ্জে ২০টি পরিবার।


 দলিল হস্তান্তর অনুষ্ঠানে অতিথিবৃন্দ।

ঢাকানিউজ২৪.কম / সুমন আদিত্য/কেএন

আরো পড়ুন

banner image
banner image