• ঢাকা
  • রবিবার, ২১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ; ০৬ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ভালুকায় তোফাজ্জল হত্যাকাণ্ডে শেখ হাসিনা ও কাদেরের বিরুদ্ধে দুটি মামলার আবেদন 


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৪:২৮ পিএম
ভালুকায় তোফাজ্জল হত্যাকাণ্ডে
শেখ হাসিনা ও কাদেরের বিরুদ্ধে দুটি মামলার আবেদন 

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ :  ময়মনসিংহের ভালুকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে রাজমিস্ত্রি তোফাজ্জল হোসেন (২২) নিহত হওয়ার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে আসামি করে ময়মনসিংহ আদালতে পৃথক দুটি মামলা করা হয়েছে।

রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৮ নম্বর আমলি আদালতে ভালুকা উপজেলার চাপড়বাড়ী এলাকার বাসিন্দা হৃদয় মাহমুদ জান্নাত এবং আলাদ্দীন আল আজাদ মান্নান বাদী হয়ে এই মামলা দুটি দায়ের করেন। এ সময় বিচারক স্মরণিকা পাল মামলাগুলো আমলে নিয়ে থানায় আরও কোনো মামলা দায়ের হয়েছে কি না, তা আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে আদালতকে জানাতে ভালুকা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন।

মামলার বাদি হৃদয় মাহমুদ জান্নাত   ৬৪ জনের নাম উল্লেখ করেছেন। এ ছাড়া অজ্ঞাত আরও ২০০ জনকে আসামি করেছেন। 

মামলায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদের ছাড়া উল্লেখযোগ্য আসামিরা হলেন- ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সাবেক এমপি এম.এ ওয়াহেদ, সাবেক এমপি কাজিম উদ্দিন আহাম্মদ ধনু, পিস্তল মামুন, জঙ্গইল্যা মনির প্রমুখ।

এ ব্যাপারে অ্যাডভোকেট মোখলেছুর রহমান বলেন, গত ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলন চলাকালে আসামিদের নির্দেশে এবং প্রত্যক্ষ অংশগ্রহণে হামলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে আইডিয়াল মোড় এলাকায় খুন হন রাজমিস্ত্রি তোফাজ্জল হোসেন। এ ঘটনায় হৃদয় মাহমুদ জান্নাত বাদী হয়ে মামলা করেছেন। আমরা এই হত্যাকাণ্ডের ঘটনায় ন্যায়বিচার আশা করছি।

অপরদিকে, রবিবার (১৫ সেপ্টেম্বর) একই ঘটনায় একই আদালতে আলাদ্দীন আল আজাদ মান্নানের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৬২ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাত ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।

প্রসঙ্গত, নিহত তোফাজ্জল হোসেন নেত্রকোণার কেন্দুয়া থানার মাসকা ইউনিয়নের পিজাহাতি গ্রামের বাসিন্দা। তিনি ভালুকা উপজেলার পার্শ্ববর্তী শ্রীপুর থানার নগর হাওলা এলাকায় ভাড়া বাসায় বসবাস করে রাজমিস্ত্রির কাজ করতেন।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image