
নিউজ ডেস্ক: পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর নেতারা পূর্ব ইউরোপে প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদার করতে অঞ্চলটিতে অতিরিক্ত সেনা পাঠানোর ব্যাপারে একমত হয়েছেন। ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে সামরিক জোটটি।
বৃহস্পতিবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে আলোচনার পর এক যৌথ বিবৃতিতে এই কথা জানায়। খবর বিবিসি অনলাইনের।
বিবৃতিতে বলা হয়, আমরা ন্যাটোর প্রতিরক্ষা পরিকল্পনা সক্রিয় করেছি। ন্যাটোর রেসপন্স ফোর্সের শক্তিগুলো মোতায়েন করেছি এবং আমাদের পূর্ব অংশে ৪০ হাজার সেনা মোতায়েন করা হয়েছে।
ন্যাটো প্রধান জেন্স স্টোলটেনবার্গ বলেছিলেন, স্লোভাকিয়া, হাঙ্গেরি, বুলগেরিয়া এবং রোমানিয়ায় নতুন চারটি যুদ্ধদল পাঠানো হবে।
ঢাকানিউজ২৪.কম /
আপনার মতামত লিখুন: