• ঢাকা
  • শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ; ২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

সুপ্রিম কোর্টের ১২ বিচারপতি করোনায় আক্রান্ত


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ২৭ জুন, ২০২২ খ্রিস্টাব্দ, ১১:১১ এএম
১২ বিচারপতি করোনায় আক্রান্ত
হাইকোর্ট

নিউজ ডেস্ক:  প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী জানিয়েছেন, সুপ্রিম কোর্টের ১২ বিচারপতি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার (২৭ জুন) সকালে আপিল বিভাগের কার্যক্রম শুরু হলে এ কথা জানান তিনি।

অ্যার্টনি জেনারেল এ এম আমিন উদ্দিনকে উদ্দেশ করে প্রধান বিচারপতি বলেন, ১২ বিচারপতি করোনায় আক্রান্ত হওয়ায় কোর্ট পরিচালনা কষ্টকর হয়ে যাচ্ছে। অ্যাটর্নি জেনারেলসহ সব আইনজীবীর সহযোগিতা কামনা করেন তিনি। না হলে ভার্চুয়াল আদালত পরিচালনা করতে হবে বলে জানান প্রধান বিচারপতি।

দেশে দীর্ঘদিন করোনা সংক্রমণ নিম্নমুখী ছিল। তবে গত কয়েক দিনে তা আবার লাফিয়ে লাফিয়ে বাড়ছে। স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, রোববার (২৬ জুন) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় এ পর্যন্ত মারা গেছেন ২৯ হাজার ১৪০ জন।

এ সময়ে করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬৮০ জন। এ নিয়ে মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ লাখ ৬৫ হাজার ১৭৩। সোমবার (২৭ জুন) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৫ দশমিক ৬৬ শতাংশ।

রোববার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image