• ঢাকা
  • বুধবার, ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৪ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

মালদ্বীপের শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে হাইকমিশনার এর সাক্ষাৎ


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ১৫ জুন, ২০২২ খ্রিস্টাব্দ, ০১:১৭ পিএম
শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে হাইকমিশনার এর সাক্ষাৎ
শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে হাইকমিশনার এর সাক্ষাৎ

মোহাম্মদ মাহামুদুল, মালদ্বীপ : হাই কমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ মালদ্বীপের উচ্চতর শিক্ষা মন্ত্রণালয়ের  মন্ত্রী ডঃ ইব্রাহিম হাসানের সাথে তাঁর মন্ত্রণালয়ে ১৪ জুন এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।   সাক্ষাতকালে মন্ত্রণালয়ের দু'জন উচ্চপদস্থ কর্মকর্তাও উপস্থিত ছিলেন।  

সাক্ষাৎকারকালে মালদ্বীপের  শিক্ষা মন্ত্রী সাম্প্রতিক সময়গুলোতে বাংলাদেশ সরকার এবং মালদ্বীপের মধ্যে পারস্পরিক সম্পর্কোন্নয়ন ও সহযোগিতার কথা বিশেষভাবে উল্লেখ করেন।

সাম্প্রতিক বছরগুলোতে বন্ধুপ্রতিম দুটি দেশের সরকার প্রধানদের  সরকারী সফরের কথাও তিনি উল্লেখ করেন।  মালদ্বীপের উন্নয়নে প্রবাসী বাংলাদেশীদের অপরিসীম ভূমিকার ভূয়সী  প্রশংসা  করেন।

এছাড়া তিনি  উভয় দেশের মধ্যকার চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারকরন এবং মালদ্বীপের আর্থিক সহায়তায় বাংলাদেশী উদ্যোক্তার মাধ্যমে  কারিগরী ও ভোকেশনাল ট্রেনিং সেন্টার  স্হাপন,  কৃষি খামার ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান স্থাপনের উপর সমধিক গুরুত্ব আরোপ করেন।  

হাইকমিশনার মালদ্বীপের তরফ হতে এ ধরনের কোন অনুরোধ পেলে তা বাংলাদেশ সরকার কতৃক সহানুভূতির সাথে বিবেচনার আশ্বাস প্রদান করেন।  

তিনি উভয় দেশের মধ্যকার সহযোগিতা বৃদ্ধির জন্য নিরলসভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এ সময়ে হাই কমিশনের তৃতীয় সচিব মিজানুর রহমান ভূঁইয়াও উপস্থিত ছিলেন।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image