• ঢাকা
  • শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ১৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

হাতীবান্ধায় ফসলী ক্ষেত নষ্টের অভিযোগ


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৪:২৩ পিএম
হাতীবান্ধায়
ফসলী ক্ষেত নষ্টের অভিযোগ

নুরনবী সরকার, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার নওদাবাস ইউনিয়নের ধওলাই এলাকায় ভুট্টা ক্ষেত নষ্ট করে দেয়ার অভিযোগ উঠেছে একই এলাকার মোহাম্মদ আলী ও আহাম্মদ আলীসহ তার লোকজনের বিরুদ্ধে।

ওই এলাকার আব্দুস ছামাদের পূত্র আক্তারুজ্জামান এ ঘটনায় বাদী হয়ে সোমবার রাতে স্থানীয় থানায় একটি অভিযোগ দায়ের করেন।

ওই অভিযোগে আক্তারুজ্জামান দাবী করেন, তার ভোগদখলীয় জমিতে গত ২৯ জানুয়ারী বিকালে তার জেঠাতো ভাই মোহাম্মাদ আলী, আহম্মেদ আলী ও ভাতিজা মামুন, রমজান আলী, ভগ্নিপতি সোহরাফ আলী, ভাগ্নিজামাই মকছেদুল ইসলামসহ তাদের লোকজন অবৈধভাবে জবর দখলের জন্য ভুট্টা ক্ষেত নষ্ট করে। তারা ভুট্টার গাছ গুলো কেটে ও তুলে ফেলে ক্ষতিসাধন করেন। তিনি ও তার পরিবারের লোকজন তাদের এ কাজে বাঁধা দিতে গেলে তারা প্রাণ নাশের হুমকি দেয় । এতে তিনি একদিকে যেমন অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছি অন্যদিকে পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি। এ বিষয়ে স্থানীয় থানায় একটি অভিযোগও করেছি।

এ বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, আদালতের রায় পেয়ে জমি দখলে গিয়েছি।

হাতীবান্ধা থানা ওসি শাহা আলম জানান, অভিযোগের আলোকে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image