• ঢাকা
  • শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ; ২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

চীনে প্রবল বর্ষণে ১০ জনের মৃত্যু


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০৯ জুন, ২০২২ খ্রিস্টাব্দ, ১২:৫৭ পিএম
প্রবল বর্ষণে ১০ জনের মৃত্যু
প্রবল বর্ষণ চীনে

আন্তর্জাতিক ডেস্ক:  চীনের হুনান প্রদেশে ভারি বর্ষণে ১০ জনের মৃত্যু হয়েছে। সেখানকার কয়েকশ’ লোক তাদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়া বুধবার (৮ জুন) এ খবর জানিয়েছে।

জানা যায়, গত ১ জুন থেকে শুরু হওয়া ভারি বর্ষণে দুই লাখ ৮৬ হাজার লোককে অন্যত্র সরিয়ে নিতে হয়েছে। দুই হাজার ৭শরও বেশি বাড়িঘর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হুনানের প্রাদেশিক কর্মকর্তা লি দাইজান জানান, এদিন ১০ জন মারা গেছেন; আর তিন জন নিখোঁজ রয়েছেন।

হুনানের প্রাদেশিক সরকার বৃহস্পতিবার (৯ জুন) এক বিবৃতিতে জানিয়েছে, ভারি বর্ষণে নদী ও লেকের পানির স্তর উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সিনহুয়া বলছে, হুনান প্রদেশে রেকর্ড বৃষ্টিপাতের প্রভাব পড়েছে। কিছু আবহাওয়া স্টেশন বৃষ্টিপাতের ঐতিহাসিক রেকর্ডের খবর জানিয়েছে।

গত বছর চীনে ভয়াবহ বন্যা দেখা দিয়েছিল। তাতে তিন শতাধিক মানুষ প্রাণ হারায়।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image