
নিউজ ডেস্ক: আলোচিত ধর্মীয় সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী করোনার টিকা নিয়েছেন।
তিনি রোববার দুপুরে চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে সশরীরে উপস্থিত হয়ে গাড়িতে বসে ভ্যাকসিনের ১ম ডোজ গ্রহণ করেন। তার টিকা গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. আবু সৈয়দ মো. ইমতিয়াজ হোসাইন। এ সময় তার সঙ্গে ছিলেন মাদ্রাসার কয়েকজন ছাত্র।
টিকা গ্রহনের পর সাংবাদিকদের বাবুনগরী বলেন, মহামারির এই কঠিন সঙ্কটময় পরিস্থিতি থেকে রক্ষা পেতে যার যার অবস্থান থেকে সকলপ্রকার গুনাহ ও অন্যায় কর্মকাণ্ড পরিহারপূর্বক তওবা করে মহান আল্লাহর সাহায্য কামনা করেন। আল্লাহ তাআলার কাছে বিপদের এই সময় দোয়া করি, যেন এই সংক্রমণ থেকে আমরা সবাই দ্রুত মুক্তি পাই।
হেফাজতের পক্ষ থেকে সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আলেম সমাজের মাঝে করোনার ভ্যাকসিন গ্রহণের বিষয়ে অমূলক ভীতি ও দ্বিধা বিদ্যমান রয়েছে। এ অবস্থায় জুনায়েদ বাবুনগরীর টিকা নেওয়ার সংবাদে আলেম সমাজ টিকা গ্রহণে উৎসাহ পাবে।
ঢাকানিউজ২৪.কম / কোহিনুর
আপনার মতামত লিখুন: