
নিউজ ডেস্ক: এএফসি কাপের নকআউটপর্বে উঠে বসুন্ধরা কিংস ইতিহাসকে আরো সমৃদ্ধ করা হলো না বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের। বাঁচামরার লড়াইয়ে মোহনবাগানের বিপক্ষে ১-১ গোলে ড্র করে গ্রুপপর্ব থেকেই বিদায় নিয়েছে বসুন্ধরা কিংস।
মঙ্গলবার মালদ্বীপের ন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচের ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত আক্রমণ চালায় বসুন্ধরা কিংস। মোহনবাগান ছিল রক্ষণ সামলাতে ব্যস্ত। ম্যাচের ২৮তম মিনিটে লিড নেয় বসুন্ধরা। ডি-বক্সে ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে দারুণ শটে গোলটি করেন কিংসের মিডফিল্ডার ফার্নান্দেজ। তবে বিরতিতে যাওয়ার আগে বড় ধাক্কা খায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নরা। লাল কার্ডের খড়গে দশ জনের দলে পরিণত হয় তারা।
ম্যাচের ৬২ মিনিটে মোহনবাগানের অস্ট্রেলিয়ান ফরোয়ার্ড ডেভিড উইলিয়ামস গোল করে ম্যাচে সমতা আনেন। ১-১ গোলে ড্র করে নকআউট পর্বে উঠে যায় ভারতীয় ক্লাবটি।
আসরে নিজেদের প্রথম ম্যাচে মাজিয়ার বিপক্ষে জিতে দারুণ শুরু করেছে কিংসরা। তবে পরের ম্যাচে বেঙ্গালুরু এফসির বিপক্ষে ড্র করে লড়াইটা কঠিন করে রেখেছিল কিংস। আজকের ডু অর ডাই ম্যাচে মোহনবাগানের বিপক্ষে ড্র করে ছিটকে গেল তপু বর্মনরা।
ঢাকানিউজ২৪.কম /
আপনার মতামত লিখুন: