
নিউজ ডেস্ক : কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেছেন, সুষ্ঠু নির্বাচনের জন্যই ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) চাওয়া হয়েছিল। নির্বাচন কমিশন (ইসি) স্বাধীন। তারা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিয়েছে–ব্যালটে ভোট হবে।
সোমবার (৩ এপ্রিল) সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ে এক সভা শেষে নিজ দফতরে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সারা জাতির প্রত্যাশা–সবার কাছে নির্বাচন গ্রহণযোগ্য হবে। ইভিএম চাচ্ছিলাম ভোটটাকে আরও সুষ্ঠু করার জন্য। আধুনিক প্রযুক্তি এটা। সেটার জন্যই ইভিএম গ্রহণ করতে চেয়েছিলাম। সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছিল ইভিএম ব্যবহারের। পাশের দেশে এটা হয়।
বিএনপিকে ভোটে আনার জন্য এমন সিদ্ধান্ত নেয়া কি না–জানতে চাইলে তিনি বলেন, বিএনপিকে ভোটে আনার জন্য ইভিএম বাদ দিয়ে ব্যালটের সিদ্ধান্ত, এটা মনে হয় না।
কৃষিমন্ত্রী বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে আর্থিক সংকটের কারণে আমাদেরও নানা চাপ সামাল দিতে হচ্ছে। নির্বাচন কমিশন স্বাধীন, তারা তাদের মতো সিদ্ধান্ত নিয়েছে–ব্যালটে ভোট হবে।
ঢাকায় নির্বাচন কমিশনের সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়। সভা শেষে ইসি সচিব জাহাংগীর আলম বলেন, ৩০০ আসনের সব কটিতেই ভোট হবে সনাতনী ব্যালট পেপারে
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: