নিউজ ডেস্ক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমি অনুরোধ করব, আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর কাছে। দল শুধু নয়, সব মানুষের বিরুদ্ধে যে ঢালাও মামলা দেওয়া হচ্ছে এবং যেকোনো মানুষের বিরুদ্ধে শত্রুতা থাকলেই মামলা দেওয়া হচ্ছে। মামলাগুলো নেওয়ার আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো যাতে যাচাই করে নেয় যে কোনটি সম্ভব, কোনটি সম্ভব নয়। প্রাথমিক যে তদন্ত, সেটা করা দরকার, তা না হলে একটু ব্যক্তিগত শত্রুতা থাকলে তার নাম দিয়ে দেওয়া হচ্ছে।
রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে বুধবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।
এ নেতা বলেন, খাগড়াছড়িতে কোনো ঘটনা ঘটেছে, দেখা যাচ্ছে, গোটা দেশের নেতাদের কেন্দ্র করে সেটার মামলা দিয়ে দেওয়া হচ্ছে । এটা বন্ধ হওয়া দরকার।
মির্জা ফখরুল বলেন, একটা ক্রান্তিকাল অতিক্রম করছি আমরা। এই ঢালাও মামলা বিপ্লবকে সংহত করবে না। এ সময়ে যতটা সম্ভব এই সরকারকে সহযোগিতা করে, প্রশাসনের সঙ্গে সহযোগিতা করে একটা স্থিতিশীল অবস্থায় নিয়ে আসতে হবে।
বিএনপির মহাসচিব বলেন, এমন কোনো মামলা দেবেন না, যে মামলায় কোনো সারবস্তু থাকবে না এবং সব মামলায় কেন্দ্রীয় নেতাদের জড়িত করে মামলা দেওয়া, এটা বোধ হয় সমুচিত নয়। যেখানে যার সম্পৃক্ততা থাকবে, সেটাই দেওয়া দরকার। এমনও হচ্ছে জেলা প্রশাসকের বিরুদ্ধে মামলা দিয়ে দেওয়া হচ্ছে, এটা ঠিক নয়।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: