• ঢাকা
  • বুধবার, ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৪ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

পার্বতীপুরে গাভীর ৪টি বাছুর প্রসব


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৩:০৬ পিএম
পার্বতীপুরে
গাভীর ৪টি বাছুর প্রসব

এম,ডি রেজওয়ান আলী, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর পার্বতীপুরে একটি গাভী এক সাথে ৪ টি বাছুরের জন্ম দিয়েছে।
২১শে মার্চ সরজমিনে জানা যায়, গত রবিবার সকাল ১০ টার দিকে হলেস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গাভীটি ৪টি বাছুর প্রসব করে। উক্ত বাছুরগুলো হল একটি এঁড়ে বাছুর ও ৩টি বকনা।

জানা গেছে ,রমজান আলীর বাড়ী চন্ডিপুর ইউনিয়নের জাহানাবাদ দাঁড়ারপাড় গ্রামে। বাছুর গুলো দেখতে উৎসুক জনতা তার বাড়ীতে ভীড় করছে। রমজান আলী প্রতিবেদককে জানান,আড়াইলাখ টাকা মূল্যের তার গাভীটি প্রথম বছরে একটা বকনা বাছুর প্রসব করেছিল। এবার তার ভাগ্য খুলে গেছে। সকাল ১০ টায় একটা এঁড়ে রাছুর প্রসব করে। পরে সাড়ে ১১ টার দিকে পরপর আরো ৩ টি বকনা বাছুর জন্ম হয়। ঘটনাটি আমার ভাবনারও বাইরে ছিল বলে মন্তব্য করেন।

এ বিষয়ে পার্বতীপুর উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মাহফুজার রহমান বলেন,গাভীর সাধারনত এক থেকে দুটি বাছুর জন্ম  দেয়। তবে ৪ টি বাছুর প্রসব হওয়া বিরল ঘটনা। দিনাজপুর জেলায় আগে এমন ঘটনা ঘটেনি। বর্তমানে গাভী ও বাছুর ৪টি সুস্থ্য আছে।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image