• ঢাকা
  • মঙ্গলবার, ৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ; ১৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: রবিবার, ৩১ জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ, ১১:৫৮ এএম
দ্বিতীয় টি-টোয়েন্টি বাংলাদেশ
টি-টোয়েন্টি বাংলাদেশ একাদশ

ডেস্ক  রিপোর্টার: রোববার (৩১ জুলাই) দ্বিতীয় ম্যাচে টি-টোয়েন্টি সিরিজ বাঁচানোর লক্ষ্য নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। একই ভেন্যুতে হতে যাওয়া এ ম্যাচে টাইগার একাদশে তেমন কোনো পরিবর্তন আনার সম্ভাবনা নেই।

প্রথম ম্যাচে পেসারদের হতাশার পারফরম্যান্সে ছিটকে যেতে পারেন তাসকিন আহমেদ অথবা মুস্তাফিজুর রহমান। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায়।

প্রথম টি-টোয়েন্টিতে তিন পেসার নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। ১২ ওভারে যাদের সম্মিলিত রান খরচের অঙ্কটা ১৩৭। ঘুরে দাঁড়ানোর ম্যাচে তাই স্পিনারের দিকে ঝোঁকার সম্ভাবনা টিম ম্যানেজমেন্টের।

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পেসারদের নির্বিষ বোলিং টাইগারদের হারের বড় কারণ। হারারের ব্যাটিং উইকেটে প্রতিপক্ষের ব্যাটারদের রাশ টেনে ধরতে পুরোপুরি ব্যর্থ অভিজ্ঞ পেসার মুস্তাফিজ ও তাসকিন। বিদেশের মাটিতে আরও একবার ব্যর্থ হয়েছেন কাটার মাস্টার।

এদিকে পরিবর্তন আসতে পারে ব্যাটিং অর্ডারেও। প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় কাটা পড়তে পারেন এনামুল হক বিজয় কিংবা মোসাদ্দেক হোসেন সৈকত। গুঞ্জন আছে মুনিম শাহরিয়ারকে বসিয়ে অভিষেক করানো হতে পারে পারভেজ ইমনকেও।

দ্বিতীয় ম্যাচে যে টাইগার দলে পরিবর্তন আসছে তা বলাই যায়। হারারেতে এ ম্যাচ হারলেই সিরিজ খোয়াবে সফরকারীরা। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পর তিনটি ওয়ানডে খেলবে দু'দল।

দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

লিটন দাস, এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, মুনিম শাহরিয়ার, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (অধিনায়ক, উইকেটরক্ষক), নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image