• ঢাকা
  • শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ; ২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ভারত প্রবেশে বাধা নেই, ছড়ানো তথ্য ভিত্তিহীন: ভারতীয় হাইকমিশন


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: রবিবার, ০৩ জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ, ০১:৪৯ পিএম
ছড়ানো তথ্য ভিত্তিহীন
ভারত প্রবেশে বাধা নেই

নিউজ ডেস্ক : বাংলাদেশের মাল্টিপল এন্ট্রি ভিসাধারীদের পেট্রাপোল বন্দর দিয়ে তিন মাসের মধ্যে পুনরায় ভারতে যেতে দেয়া হচ্ছে না বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে তথ্য ছড়িয়েছে তা ভিত্তিহীন বলে জানিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন।

রোববার (৩ জুলাই) হাইকমিশনের ফেসবুক পেজের এক পোস্টে এ তথ্য জানানো হয়।

উল্লেখ করা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমের কিছু প্রতিবেদন মিথ্যা দাবি করছে যে মাল্টিপোল এন্ট্রি ভিসাধারী বাংলাদেশি নাগরিকদের পেট্রাপোল দিয়ে ভারতে প্রবেশ করতে দেয়া হচ্ছে না যদি তাদের পূর্ববর্তী ভারত সফর তাদের বর্তমান ভ্রমণের আগের তিন মাসের মধ্যে হয়।

ভারতীয় হাইকমিশন জানায়, মাল্টিপল এন্ট্রি ভিসাধারী বাংলাদেশি নাগরিকদের ক্ষেত্রে সড়ক, রেল বা আকাশপথে ভারতে প্রবেশ-সংক্রান্ত নিয়মনীতিতে কোনো পরিবর্তন করা হয়নি।

আরও জানায়, ‘বাংলাদেশি বন্ধুদের সোশ্যাল মিডিয়ায় এ ধরনের মিথ্যা পোস্ট এড়িয়ে যাওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে।

এরআগে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হয়, ভিসার মেয়াদ আছে, বাংলাদেশ প্রান্তের ইমিগ্রেশনও হয়ে গেছে। কিন্তু ভারতের প্রান্তে ঢোকার সময় তাদের ফেরত পাঠিয়ে দেয়া হচ্ছে। শুক্রবার (১ জুলাই) থেকে যশোরের বেনাপোল বন্দর দিয়ে ভারতে যাওয়ার সময় এমন ভোগান্তির মুখে পড়েছেন বাংলাদেশি দর্শনার্থী ও বাণিজ্য ভিসাধারীরা।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image