
বখতিয়ার রহমান,পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের পীরগঞ্জ উপজেলার বড়দরগাহ হাইওয়ে পুলিশ ফাঁড়ীর একজন পুলিশ সদস্য মোমিনুল ইসলাম (৫০) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন । নিহত পুলিশ সদস্য পাবনা জেলার সাথিয়া থানার রঘুনাথপুর গ্রামের বাবুল হোসেনের পুত্র ।
এ ঘটনা ঘটে শুক্রবার দুপুরের পুর্বে পুলিশ ফাঁড়ীর অনতিদুরে ।
সুত্রে জানা গেছে, বড়দরগাহ হাইওয়ে পুলিশ ফাঁড়ীর সদস্য মোমিনুল ইসলাম উক্ত সময় পুলিশ ফাঁড়ীর অনতিদুরে অন্যান্য সদস্যদের সঙ্গে রাস্তায় দায়িত্ব পালন করছিলেন । এক পর্যায়ে তিনি রাস্তা পারাপারের সময় রংপুরগামী বনভোজনের একটি বাস (ঢাকা মেট্রো জ-১১-২৯৪১) মোমিনুল ইসলামকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন । তাকে দ্রত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে দুপুরের পর্বে চিকিৎসাধীন অবস্থায় তাহার মৃত্যু হয় ।
বড়দরগাহ হাইওয়ে পুলিশ ফাঁড়ীর ইনচার্জ সোলাইমান শেখ এর সঙ্গে শুক্রবার বিকাল ৩ টায় কথা হলে তিনি বলেন, ঘাতক বাসটি আটক এবং নিহত পুলিশ সদস্যের সুরতহাল রিপোর্ট সম্পন্ন হয়েছে । উর্ধতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তি পদক্ষেপ গ্রহন করা হবে ।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: