• ঢাকা
  • বুধবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ; ২৯ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

জলঢাকায় স্মার্ট নারী উদ্দ্যোক্তা উন্নয়ন সেমিনার অনুষ্ঠিত


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০১:০০ পিএম
নীলফামারীর জলঢাকা উপজেলা
স্মার্ট নারী উদ্দ্যোক্তা উন্নয়ন সেমিনার অনুষ্ঠিত

জলঢাকা প্রতিনিধি, নীলফামারী :  নীলফামারীর জলঢাকা উপজেলায় স্মার্ট নারী উদ্দ্যোক্তা উন্নয়ন সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে ভাইসচেয়ারম্যান মনোয়ারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াহেদ বাহাদুর। আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ময়নুল ইসলাম ও সর্বজয়া নারী উদ্যোক্তা সংস্থার সভাপতি নাফিসা আকতার পলি। 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক, ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান, সর্বজয়ার সহ-সভাপতি জাকিয়া আফরিন হোসেন, রুমি বেগম, স্থানীয় উদ্দ্যোক্তা উম্মে হাবিবা লিসা ও শিরিন আকতার আশা প্রমুখ। সভায় প্রধান অতিথি নারী উদ্যোক্তাদের সকল প্রকার সহযোগিতা করার কথা বলেন। প্রধান আলোচক ইউএনও ময়নুল ইসলাম বলেন, জলঢাকা উপজেলা প্রশাসন সবসময় স্থানীয় উদ্দ্যোক্তাদের পণ্য ক্রয় করে উৎসাহ প্রদান করেন। কারন এতে স্থানীয় উদ্দ্যোক্তারা তাদের কাজে স্বীকৃতি পায়। সেমিনারে জলঢাকা উপজেলার নারী উদ্যোক্তাদের সরকারি সকল সুযোগ সুবিধা গ্রহণ সম্পর্কে ধারনা দেওয়া হয়। 

এছাড়াও স্থানীয় উদ্দ্যোক্তাগণ তাদের কার্যক্রম তুলে ধরে বক্তব্য দেন। উপজেলা পরিষদের আয়োজনে সেমিনারে ৩৫ জন উদ্যোক্তা অংশগ্রহণ করে।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image