
দুর্গাপুর(নেত্রকোনা) প্রতিনিধি: দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের পাইকুড়া গ্রামের বাঁশঝাড় ও গাছপালার মধ্য দিয়ে বিদ্যুতের লাইন অতিবাহিত হয়েছে। বিদ্যুতের লাইন গাছপালার সঙ্গে ছড়িয়ে ছিটিয়ে লেগে আছে। এমতাবস্থায় ঝুঁকিপূর্ণভাবে জীবন-যাপন করছে এলাকাবাসী।
গত সোমবার গরুর খাবারের জন্য বাঁশপাতা আনতে গিয়ে কিতাব আলী নামের একজন বিদ্যুৎ স্পর্শে মৃত্যুবরণ করেন। এর পরও টনক নড়েনি দুর্গাপুর বিদ্যুৎ কর্তৃপক্ষের। বিষয়টি এলাকায় হতাশার সৃষ্টি করেছে। একজন মানুষ অবহেলার শিকার হয়ে মৃত্যু বরণ করার তিন দিন পরেও দুর্গাপুর জোনাল অফিস থেকে ডালপালা কাঁটার কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় নি। এলাকাবাসী বিদ্যুৎ অফিসকে অবহিত করলেও তাদের ইচ্ছানুযায়ী সময় মত ডালপালা ছাটা হবে বলে জানান। এ বিষয়ে দুর্গাপুর জোনাল অফিসের ডিজিএম জানান আবহাওয়া একটু ভালো হলেই আমরা এগুলো ছেটে দিবো।
স্থানীয়রা জানান, বিদ্যুৎ অফিসের লোকজনকে কিছু বললে তারা রাগান্বিত হয়। ধমক দেয়। এমতাবস্থায় নেত্রকোনা জেলা জোনাল অফিসের কর্মকর্তা সহ উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করে এলাকাবাসী।
ঢাকানিউজ২৪.কম /
আপনার মতামত লিখুন: