• ঢাকা
  • শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৬ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ঈদের দিন পোলাও-মাংস খাব ভাবিনি


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ০২ মে, ২০২২ খ্রিস্টাব্দ, ১২:৩৪ এএম
জিনিস দিয়ে ভালোভাবে ঈদ করতে পারব
ঈদ উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ

শেরপুর প্রতিনিধি:  আমরা গরীব মানুষ। আমাদের আবার ঈদ কিসের? আপনাদের অছিলায় আমরা পোলাওয়ের চাল, মুরগী, সেমাই, চিনি পেলাম। এগুলো ঈদের দিন খেতে পারব। ঈদের দিন পোলাও-মাংস খাব ভাবিনি, আপনাদের জিনিস দিয়ে ভালোভাবে ঈদ করতে পারব। এভাবেই কথাগুলো বলছিলেন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেওয়া খাদ্যসামগ্রী পাওয়া শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নয়াগাঁও গ্রামের বিধবা নারী মরিয়ম বেগম।

শুধু মরিয়ম বেগম নয়, তার মত শতাধিক অসহায় ও দরিদ্র পরিবারের সদস্যদের মাঝে ঈদ উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ করেছে ‘ভয়েস অব ঝিনাইগাতী’ নামের এক স্বেচ্ছাসেবী সংগঠন। রবিবার (১ মে) দুপুরে ঝিনাইগাতী থানা সংলগ্ন এলাকায় এসব সামগ্রী তুলে দেন সংগঠনের সদস্যরা।

প্রবাসী বাংলাদেশী ড. জাফর ইকবালের আর্থিক সহায়তায় এ সামগ্রী পোশাক বিতরণ করা হয়। ঈদ সামগ্রীর মধ্যে ছিল-পোলাওয়ের চাল, মুরগী, সেমাই, চিনি, পিঠা, তেল, সাবানসহ নানা খাদ্যসামগ্রী। এবার ঈদে এসব সামগ্রী পেয়ে এ পরিবারগুলো খুবই আনন্দিত।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের মনিটরিং অফিসার আবুহেনা মোস্তফা কামাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইগাতী সদর ইউপি সদস্য ও আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা মো. জাহিদুল হক মনির। এসময় উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের জেনারেল কমিটির সাধারণ সম্পাদক মোশাররফ হোসাইন,কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মো. সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক মো. এরশাদ আলী, প্রচার সম্পাদক সম্রাট আহাম্মেদ সজিব, শিক্ষা ও তথ্য বিষয়ক সম্পাদক ইমন হাসান রাহাদ প্রমুখ।

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image