• ঢাকা
  • শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ১৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ক্রীড়াক্ষেত্রে ব্যাপক অগ্রগতি হয়েছে : বস্ত্র ও পাট মন্ত্রী


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০৮ ডিসেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ১১:২০ এএম
প্রধানমন্ত্রীর নেতৃত্বে ক্রীড়াক্ষেত্রে ব্যাপক অগ্রগতি
বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীরপ্রতীক

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিগত ১৪ বছরে দেশের ক্রীড়াক্ষেত্রে ব্যাপক অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীরপ্রতীক। 

ইতোমধ্যে বাংলাদেশ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় সাফল্যের স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছে । এতে বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে।  
আজ ঢাকায় তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামেYONEX-SUNRISE Bangladesh International Challenge-2022 এর উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এ কথা জানান।

গোলাম দস্তগীর বলেন, প্রধানমন্ত্রী একজন খেলা প্রিয় মানুষ। বাংলাদেশের সবখেলার মান তাঁর নেতুত্বে আরো উন্নত হবে। 

মন্ত্রী বলেন, এধরনে আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে দেশের প্রতিযোগীদের দক্ষতা ও যোগ্যতার ব্যাপক উন্নতি হবে যা তাদের ভবিষ্যতে আরো প্রতিযোগী সক্ষম করে গড়ে তুলতে সাহায্য করবে।ব্যাডমিন্টনের এ আসরে আয়োজক বাংলাদেশসহ ১৭টি দেশের ২৫০ জন প্রতিযোগী অংশ নিচ্ছে। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে সচিব মোঃ মেছবাহ উদ্দিন, বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের প্রেসিডেন্ট ড. আব্দুল মালেক প্রমুখ।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image