• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৩ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ; ২৮ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

নীলক্ষেতে এক দফার দাবিতে ৭ কলেজের শিক্ষার্থীরা


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ১৬ আগষ্ট, ২০২৩ খ্রিস্টাব্দ, ০১:৪১ পিএম
নীলক্ষেতে এক দফার দাবিতে
৭ কলেজের শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক : রাজধানীর সরকারি সাত কলেজের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত কয়েকটি শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা সিজিপিএ শর্ত শিথিল করে পরবর্তী বর্ষে প্রমোশন দেওয়ার এক দফা দাবিতে নীলক্ষেতে অবস্থান কর্মসূচি পালন করছেন।

শিক্ষার্থীরা ব্যানার নিয়ে বুধবার (১৬ আগষ্ট) দুপুর ১২টার দিকে বৃষ্টির মধ্যেই নীলক্ষেত মোড়ে অবস্থান নেন। সকাল ১০টা থেকে তারা অবস্থান কর্মসূচিতে যোগ দিতে জড়ো হতে শুরু করেন। 

এসময় শিক্ষার্থীরা বলেন, তিন বিষয় পর্যন্ত নির্ধারিত জিপিএ বা সিজিপিএ-র শর্ত শিথিল করে মানোন্নয়ন পরীক্ষার মাধ্যমে পরবর্তী বর্ষে প্রমোশন চান তারা। 

ইডেনের অধ্যক্ষ সুপ্রিয়া ভট্টাচার্য সাত কলেজের সমন্বয়ক জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলন এর আগেও হয়েছে। আমরা সবসময়ই চেষ্টা করি মানবিক দিক বিবেচনায় শিক্ষার্থীদের পাশে থাকার। আমি শুনেছি নীলক্ষেত মোড়ে আমাদের শিক্ষার্থীরা আন্দোলন করছে। সেখানে আমাদের শিক্ষক প্রতিনিধিরা আছেন। তারা আমাদেরকে এই বিষয়ে একটা আপডেট জানাবেন। এরপর নতুন সিদ্ধান্ত জানাতে পারব।

অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নীলক্ষেতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image