• ঢাকা
  • শুক্রবার, ১৪ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ; ২৯ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ইটিপি প্লান্ট বসানোর দাবিতে কুয়াকাটায় আলোকচিত্র প্রদর্শনী


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১ খ্রিস্টাব্দ, ০৫:০২ পিএম
কুয়াকাটায় আলোকচিত্র প্রদর্শনী
ক্ষতিকারক কেমিক্যালযুক্ত বর্জ্যপানি নিঃস্মরণ

ডেস্ক রিপোরর্টার: বিশ্ব পরিবেশ রক্ষায় ক্ষতিকারক কেমিক্যালযুক্ত বর্জ্যপানি নিঃস্মরণকারী কল-কারখানায় বর্জ্যপানি ব্যবস্থাপনা (ইটিপি প্লান্ট) বসানোর দাবিতে কুয়াকাটায় আলোকচিত্র প্রদর্শনী 'সেভ দ্য আর্থ'।

‘পানির অপর নাম জীবন’ অথচ জীবন নামের বিশুদ্ধ পানির অভাব আজ সারা বিশ্বে। বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ূ পরিবর্তনের বিরূপ প্রভাবে বিশ্বের বিপর্যস্ত দেশগুলোর অন্যতম হলো বাংলাদেশ।

সুজলা-সুফলা শস্য শ্যামল প্রিয় মাতৃভূমি আজ চরম পরিবেশ বিপর্যয়ের শিকার।এমন ভয়ঙ্কর অবস্হা থেকে আমাদের পরিত্রাণের উপায় খুঁজে বের করতে হবে। শিল্প কারখানার তরল বর্জ্য পদার্থকে যে প্লান্টের মাধ্যমে পরিশোধন করে সাধারণ পানির মত করে পুনঃব্যবহার করার উপযোগী করে বা শিল্প কারখানা থেকে নির্গত পানি যেন পরিবেশকে দূষিত করতে না পারে, সে জন্য যে প্লান্ট ব্যবহার করা হয় সেটাই ইটিপি প্লান্ট। দূষিত পানি উৎপাদনকারী সকল কারখানাতেই ইটিপি ব্যবহার করা বাধ্যতামূলক।

তাই পরিবেশবাদী, পরিশ্রমী, মেধাবী ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলোকচিত্র শিল্পী ফোজিত শেখ বাবু ছুটে বেড়ান পরিবেশ রক্ষায়, নানা রকম প্রচারণা নিয়ে। প্রতিশ্রুতিশীল ও পরিবেশবাদী এই আলোকচিত্র শিল্পীর ক্যামেরায় ধারণ করা আলোকচিত্রগুলো নিয়ে প্রদর্শনীর আয়োজন করে পরিবেশ বিপর্যয়ের ভয়াবহতা এবং করণীয় নির্ধারণের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি।

এরই অংশ হিসেবে “সেন্টার ফর ডেভেলপিং ম্যানেজমেন্ট এক্সিলেন্স”র (সিডিএমই) পৃষ্ঠপোষকতায় আগামী ০২ ডিসেম্বর ২০২১ ইং রোজ বৃহস্পতিবার বিকাল ০৩ ঘটিকায় পটুয়াখালী জেলার সাগরকন্যা খ্যাত সমুদ্র সৈকত কুয়াকাটার ‘হোটেল সি ক্রাউন ইন’-এ “সেভ দ্য আর্থ” প্রতিপাদ্যে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হবে। আয়োজিত আলোকচিত্র প্রদর্শনীটি তিনদিন-ব্যাপী চলমান থাকবে।

বিশিষ্ট লেখক ও সাহিত্যিক এসএএম শওকত হোসেন’র সভাপতিত্বে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি থাকবেন, বিচারপতি এএনএম বশির উল্লাহ, উদ্বোধক:- মি. মাসুদ আহমেদ, অডিটর জেনারেল (সিএজি) অব বাংলাদেশ, প্রধান আলোচক:- সাবেক শিক্ষা সচিব নজরুল ইসলাম খান (এনআই খান), বিশেষ অতিথি:- উদীচীর প্রতিষ্ঠাতা কনভেনার কামরুল হাসান খান, ডা. মোহাম্মদ আলমগীর, প্রফেসর আতিকুল ইসলাম, ডা. সজল কৃষ্ণ ব্যানার্জি ও শাহিন ইসলাম এনডিসি।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় থাকবে:- মো. শাহরিয়ার নাজিম ও মো. ওয়াসিম খানসহ আরো অনেকে। উক্ত প্রদর্শনীতে সবাইকে সবান্ধবে আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকবৃন্দ।

প্রতিদিন এ প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত থাকবে সকাল ১০টা থেকে বিকাল ০৫টা পর্যন্ত।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image