
মো: জহিরুল ইসলাম, শ্রীমঙ্গল প্রতিনিধি : মৌলভীবাজারে শ্রীমঙ্গলে কালনী আন্ত: নগর এক্সপ্রেস ট্রেন থেকে গলাকাটা মৃত হরিণ উদ্ধার করেছে জিআরপি থানা পুলিশ ।
কালনী ট্রেন চালক লাউয়াছড়ার ট্রেন লাইনে গলা কাটা হরিণ দেখতে পেয়ে চালক হরিণটি উদ্ধার করে শ্রীমঙ্গল জিআরপি থানা পুলিশ ট্রেন থেকে নামিয়ে দিলে জিআরপি পুলিশ বনবিভাগকে খবর দিলে তারা নিয়ে যান।
রেলওয়ে পুলিশ ও রেলওয়ে ষ্টেশন মাষ্টার ক্যামেরার সামনে কথা বলতে নারাজ।
বুধবার ২২ ফেব্রুয়ারী সকাল ১০ টার দিকে খবর পেয়ে রেলওয়ে থানা পুলিশ কালনী আন্ত: নগর এক্সপ্রেস থেকে একটি গলা কাটা মৃত হরিণ উদ্ধার করেছে।
এব্যাপারে শ্রীমঙ্গল উপজেলা প্রানী সম্পদ (ভেটেরিনারি) সার্জন ডাক্তার কর্ণ চন্দ্র মল্লিক জানান, দৃষ্কৃতকারীরা এটি জবাই করে রেললাইনের পাশে রেখে দেয়, বনবিভাগ আমাদের কাছে গলা কাটা মৃত একটি হরিণ পোষ্টমটেম করতে নিয়ে আসেন । হরিণের শরীরে কোন আঘাতের চিহ্ন পাইনি। বাকিটা রিপোর্ট আসলে বুঝা যাবে ।
শ্রীমঙ্গল রেলওয়ের জিআরপি থানার ওসি শাফিউল ইসলাম পাটোয়ারী জানান, আমরা খবর পেয়ে কালনী এক্সপ্রেস থেকে শ্রীমঙ্গল রেলওয়ে ষ্টেশনে ট্রেন থামলে আমরা ট্রেন থেকে গলা কাটা মৃত হরিণটিকে নামিয়ে বন বিভাগে খরব দিলে তারা এসে নিয়ে যান।
এব্যাপারে শ্রীমঙ্গল রেলওয়ে ষ্টেশন মাষ্টারকে দীর্ঘক্ষণ খোজাঁখুজি করে পাওয়া যায়নি।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: