• ঢাকা
  • শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ১৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

কক্সবাজারে ১৯১টি চোরাইকৃত স্মার্টফোন উদ্ধার


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০৪:১২ পিএম
পুলিশের অভিযানে
১৯১টি চোরাইকৃত স্মার্টফোন উদ্ধার

জাফর আলম, কক্সবাজার : কক্সবাজারে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ১৯১টি চোরাইকৃত স্মার্টফোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়।

বুধবার (২৮ ডিসেম্বর) কক্সবাজারের চকরিয়ার শপিং কমপ্লেক্স মার্কেটের নিচতলার লাইভ টেলিকম- লাইভ টেলিকম ২ ও ৩ নামে মোবাইলের দোকান থেকে এসব উদ্ধার করা হয়।বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) অলক বিশ্বাস।

আটককৃরা হলেন- চকরিয়ার বনজাগির পাড়ার মৃত রাজা মিয়ার পুত্র সাইফুল ইসলাম (৩০) ও শহিদুল ইসলাম (১৯) এবং বরইতলী ইউনিয়নের বাণিয়া ছড়া এলাকার শাহজাহানের পুত্র তাহের।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) অলক বিশ্বাস জানান, আটকরা দীর্ঘদিন ধরেই চোরাই মোবাইল বিক্রির সাথে জড়িত বলে স্বীকার করেছে।

এসবের সাথে অন্য কোনো সিন্ডিকেট জড়িত কিনা তা রিমান্ডে এনে খতিয়ে দেখা হবে। আটকদের বিরুদ্ধে মামলা রুজুর প্রক্রিয়া চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image