ডেস্ক রিপোর্টার: সিতোরিও কারাতে দো বাংলাদেশের উদ্যোগে বিগত ২০ এপ্রিল, বৃহস্পতিবার গাজী ভবনের ৪র্থ তলায়, নয়াপ্ল্টন, ঢাকায় ইফতার ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. ইয়াকুব আলী। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বদরুল হাসান খান ঝন্টু এবং বিশেষ অতিথি কমিশনার এনামুল হক বাবুল উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি উপস্থাপন করেন অভিনেতা ও নাট্যকার জনাব এম আর জুনায়েদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. সাইফুর রহমান দুলাল, মীর মোস্তাক আহমেদ বাবু, মো. জাকির হোসেন, মো. রফিকুল ইসলাম ও শিহান মোস্তাফিজুর রহমান প্রমুখ।
আলোচনা অনুষ্ঠানে বক্তারা কেরাতে বিষয়ক বিভিন্ন ইভেন্টের ঘটনা নিয়ে স্মৃতিচারণ ও কুশল বিনিময় করেন। বক্তারা কেরাতে শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়েও মতবিনিময় করেন।
অনুষ্ঠানের সভাপতি বলেন, ঈদের পর অত্র এলাকায় একটি সুসজ্জতি কিরাতে স্কুল উদ্বোধন করা হবে। ইতিমধ্যে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। ভর্তি হতে আগ্রহীদের সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক বরাবর যোগাযোগ করার জন্য আহবান করা যাচ্ছে।
আলোচনা অনুষ্ঠান শেষে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: