• ঢাকা
  • শনিবার, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২০ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ইভিএম নিয়ে সরকারের কথা বলার সুযোগ নেই: ইসি


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ০৯ মে, ২০২২ খ্রিস্টাব্দ, ০৪:২৫ পিএম
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর

ডেস্ক রিপোর্টার: নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএমে নাকি ব্যালটে হবে তা নিয়ে সরকারের কথা বলার কোন সুযোগ নেই।

মোহাম্মদ আলমগীর বলেন, এখনও পর্যন্ত ইভিএম নিয়ে কোন আলোচনা হয়নি। ইভিএমে ১০০ থেকে ১২০ আসনে ভোট করা সম্ভব। তবে নতুন করে ইভিএম কেনা হবে কিনা তা নিয়ে আলোচনা হয়নি।

নির্বাচন কমিশনার বলেন, কত আসনে ইভিএম এ ভোট হবে সেটা আরো পরের বিষয়। তার আগে মানুষের আস্থায় আনা জরুরী। বর্তমানে ইভিএমের প্রতি কীভাবে আস্থা ফেরানো যায় তা নিয়ে কাজ করছে কমিশন।

খুব শিগগিরই ইভিএম পর্যবেক্ষণের জন্য বিশেষজ্ঞদের ডাকা হবে। আস্থার সংকট দূর হলেই ইভিএম এর সক্ষমতার সৎ ব্যবহার করা হবে বলেও জানান নির্বাচন কমিশনার।

এর আগে, গতকাল রবিবার নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে লিখিতভাবে রোডম্যাপ প্রকাশ করা হবে। যেখানে থাকবে নির্বাচনের কর্মপদ্ধতি। ২০২৩ সালের জুনের পরে বা সেপ্টেম্বরের আগেই সবার সঙ্গে আলোচনা করে রোডম্যাপটি তৈরি করা হবে।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image