• ঢাকা
  • শনিবার, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২০ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

দালালচক্রের বিরুদ্ধে ডিসিদের সোচ্চার ভূমিকা চান প্রবাসীকল্যাণ মন্ত্রী


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩ খ্রিস্টাব্দ, ০১:২৩ পিএম
দালালচক্র, বিরুদ্ধে, ডিসিদের, ভু‌মিকা
সাংবা‌দিকদের ব্রিফ করছেন প্রবাসীকল্যাণ মন্ত্রী ইম‌রান আহমদ

 নিজস্ব প্রতিবেদক

মানব পাচারকারী ও দালালচক্রের দৌরাত্ম্য থেকে সাধারণ মানুষকে রক্ষায় জেলাপ্রশাসকদের আরও সোচ্চার ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

বৃহস্পতিবার  রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডি‌সি স‌ম্মেল‌নের তৃতীয় দিনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ইমরান আহমদ বলেন, ডিসিদের বলেছি— সচেতনতা আমাদের মূল। আপনারা প্রবাসীদের বিভিন্ন বিষয়ে নজর দিন। দালালচক্রের বিরুদ্ধে সবাইকে কাজ কর‌তে হবে।

তিনি বলেন, পাসপোর্ট নিয়ে জটিলতা আসলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়, এটা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নয়। তবে কো-অর্ডিনেটর হিসেবে আমরা সমন্বয়ের মাধ্যমে সমস্যাগুলো সমাধানের চেষ্টা করি।

হুন্ডিসহ অবৈধপথে অর্থ পাঠানোর বিষয়ে খোঁজ নিতে ডিসিদের আহ্বান জানিয়েছেন মন্ত্রী।

তিনি বলেন, প্রবাসী আয় কমে গেছে। কারণ ১০ থেকে ১১ বছর আগে প্রবাসে যে খরচ হতো, এখনও কি এক আছে? সারাবিশ্বে এখন কারেন্সি সংকট চলছে। তাই আমরা একটু বেশি ব্যথা অনুভব করছি।

ঢাকানিউজ২৪.কম / এম আর

আরো পড়ুন

banner image
banner image