• ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৫ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ম্রোপাড়ায় হামলার প্রতিবাদে গণতান্ত্রিক ছাত্র জোটের সমাবেশ


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শুক্রবার, ০৬ জানুয়ারী, ২০২৩ খ্রিস্টাব্দ, ১২:২০ এএম
ম্রোপাড়ায় হামলার প্রতিবাদ
গণতান্ত্রিক ছাত্র জোটের সমাবেশ

নিউজ ডেস্ক:  বান্দরবানের লামা উপজেলায় ম্রোপাড়ায় হামলার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে গণতান্ত্রিক ছাত্র জোট। বৃহস্পতিবার বিকেলে ঢাকা বি শ্ববিদ্যালয়ের রাজু ভার্স্কযের সামনে এ সমাবেশ হয়।

বিপ্লবী ছাত্রমৈত্রীর সাধারণ সম্পাদক দিলীপ রায়ের সঞ্চালনায় ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ছাত্র ইউনিয়নের সহসভাপতি জহরলাল রায়, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক শোভন রহমান, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ চৌধুরী, ছাত্র ফেডারেশনের সভাপতি মিতু সরকার, বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের প্রচার-প্রকাশনা সম্পাদক শোহবত শোভন ও বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক অমল ত্রিপুরা।

সমাবেশে বক্তারা বলেন, মুনাফালোভী প্রতিষ্ঠান ঘরবাড়ি ভাঙচুর করে ম্রোদের উচ্ছেদ করছে। পাহাড়ে এ রকম দখলদারিত্ব অনেকদিন ধরেই চলছে। পাহাড়ি জনগোষ্ঠীকে ক্রমে ক্রমে উচ্ছেদ করে সেখানে উন্নয়নের নামে বাণিজ্যিক কার্যক্রম চালানোর ষড়যন্ত্র করা হচ্ছে।

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image